মূল পাতা মুসলিম বিশ্ব সহস্রাধিক ইহুদি নিয়ে পবিত্র আল আকসায় নাচ-গান করল ইসরাইলি মন্ত্রী
রহমত নিউজ 03 August, 2025 08:13 PM
সহস্রাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি সাথে নিয়ে পবিত্র আল আকসায় প্রবেশ করে সেখানে নাচ-গান করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভীর।
শুধু তাই নয়, এসময় তাদের কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছিল ইসরাইলি পুলিশ বাহিনী।
রোববার (৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আল আকসা পরিচালনাকারী ওয়াকফ কমপ্লেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, বেন গাভীর ১২৫০ জন অবৈধ বসতি স্থাপনকারীকে সাথে নিয়ে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর তারা টেম্পল মাউন্টে গিয়ে ইহুদী ধর্মের রিতি-নীতি পালন করে এবং সেখানে তারা নাচ-গান ও হৈ হুল্লোড়ও করে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তা নিয়ে পবিত্র আল আকসা মসজিদে প্রবেশ করেছেন ইহুদিবাদী ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বিন গাভীর। তিনি ঘোষণা করেছেন যে মসজিদের ভেতরে গিয়ে তিনি ‘প্রার্থনা’ করবেন। বিন গাভিরের এই সিদ্ধান্ত স্পষ্টত ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাঝে হওয়া চুক্তির লঙ্ঘন।
চুক্তি অনুসারে, সেখানে কেবল নামাজ আদায় করতে পারবে মুসলিমরা। আর যারা অমুসলিম রয়েছে, তারা কেবল মসজিদের প্রাঙ্গণ পর্যন্ত যেতে পারবে। কিন্তু সেখানে কোনো প্রার্থনা করতে পারবে না। একইসাথে মসজিদে প্রবেশ করতে পারবে না।
এরপর সূত্রটি জানিয়েছে, কিন্তু এই চুক্তির ভঙ্গ করে বেন গাভীর বিভিন্ন ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীকে সঙ্গে নিয়ে আল আকসা মসজিদের প্রাঙ্গণে ওই অংশে প্রবেশ করেছেন, যেটি ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত।
সূত্র : আল জাজিরা